
As a proud Bangladeshi, the national anthem holds a special place in my heart. Every time I hear the beautiful melody of “Amar Shonar Bangla” (My Golden Bengal), it fills me with immense pride and nostalgia. This song, written by the legendary poet Rabindranath Tagore, encapsulates the spirit, history, and cultural richness of Bangladesh.
Table of Contents
The Lyrics
[Chorus]আমার সোনার বাংলাআমি তোমায় ভালবাসি [Verse 1]চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস আমার প্রাণে—
ও মা, আমার প্রাণেবাজায়বাঁশি [Chorus]সোনার বাংলা
আমি তোমায়ভালবাসি
[Verse 2]ও মা, ফাগুনে তোর আমের বনেঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে—
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
ও মা, অঘ্রানে তোর ভরা খেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি [Chorus]সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি [Verse 3]কী শোভা, কী ছায়া গো!
কী স্নেহ, কী মায়া গো!
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে [Verse 4]মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মরি হায়, হায় রে—
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন—
ও মা, আমি নয়ন জলে ভাসি [Chorus]সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
ncG1vNJzZminnJnBqrnEpqysoZNjsLC5jq2fnmWdmq6vtc2gZJudmJ67pXnToZxmq5%2BjtG6tzJqpZquYpLuivoybmKefnJZ6o63NoKOanJWotbR5zZqroqeelrlurc2tn56lXZfGbr7Am6CnnKKWu6LAx2armp%2Bfp7Jw